উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যমুনা ও করতোয়া নদীতে ব্যাপক পানি বৃদ্ধি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উল্লাপাড়ার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইতোমধ্যেই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ২ শতাধিক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। গতকাল পানিতে ডুবে মারা গেছে উপজেলার কালিগঞ্জ ও পাটধারী গ্রামের দুটি শিশু। ডুবে গেছে পাকা ও কাঁচা অনেক রাস্তা। পশ্চিমাঞ্চলের লাহিড়ী মোহনপুর, উধুনিয়া, বড় পাঙ্গাসী, বাঙ্গালা ও দুর্গানগর ইউনিয়নের মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুভোর্গ। এদের যাতায়াতের এখন একমাত্র বাহন নৌকা। তলিয়ে গেছে এসব এলাকার ৩ হাজার ৩’শ হেক্টর জমির ফসল। উলাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শুক্রবার উপজেলার মোহনপুর, বড় পাঙ্গাসী ও উধুনিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও অসহায় লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা কৃষি বিভাগের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, বন্যায় ইতোমধ্যেই উপজেলার ১৪টি ইউনিয়নের ২ হাজার ৫’শ হেক্টর জমির বোনা আমন ধান পানিতে ডুবে গেছে। ডুবে গেছে ৪৭০ হেক্টর জমির আউশ ধান। ১’শ হেক্টর জমির পাট, ২’শ হেক্টর জমির সবজি ও ৪০ হেক্টর জমির বীজতলা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।