এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় চক্ষু ডাক্তারের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার চক্ষু ডাক্তার আলমগীর হোসেন কে জরিমানা করে পাবনা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাদাত রত্ন। মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি না নিয়ে ব্যবস্থাপত্র লেখা ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষনের দায়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২২ উপ ধারা ১ এর শর্ত ভঙ্গ করায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
এসময় পাবনা জেলা এনএসআই সহকারী পরিচালনক এইচ এন ইমরান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমগীর হোসেন আদালতে নগদ অর্থ প্রদান করে মুক্ত হন।
উল্লেখ্য, ওই চিকিৎসক এক সপ্তাহ আগেও ভাঙ্গুড়া পৌরসভার রেল চত্তরে রুমী ড্রাগ হাউজে চেম্বার খুলে চক্ষু রোগী দেখেছেন।