উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দেশে প্রাণঘাতী করোনা সংক্রমনের শুরু থেকে যিনি উলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও রোগীদের পরিবারকে সচেতনতামূলক নানামুখী পরামর্শ দিয়ে আসছিলেন তিনি হলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. আল আমিন সরকার। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষায় পজেটিভ ফল এসেছে। আর এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লাপাড়ার বাসিন্দা ডা. আল আমিন ছিলেন এই উপজেলায় করোন ফোকাল পার্সন এবং করোনা চিকিৎসার প্রধান।
আল আমিন ও একজন ব্যাংক কর্মকর্তাসহ বৃহস্পতিবার উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্তের সংখ্যা ১২। এ নিয়ে এখন পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হলেন ৭২ জন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ডা. আল আমিন সরকার করোনা রোগ প্রতিরোধ বিষয়ক কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্যাকমো ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ অবস্থায় এই কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এখন দারুনভাবে ব্যহত হচ্ছে।