জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। তারা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকালে এই অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং পরে বের হন। ছাত্রদল মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বা শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয় আজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার আওতায় এসেছে।
নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন নারী শিক্ষার্থী এবং ৬ হাজার ১৫ জন পুরুষ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ২১টি হল সংসদের ৩১৫টি পদে লড়ছেন ৪৭৭ জন।
সূত্র: এফএনএস।