বাংলাদেশে ইন্টারনেটের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে। মোবাইল অপারেটররা বারবার সুযোগ-সুবিধা পাওয়ার পরও ইন্টারনেটের দাম না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ স্পষ্ট ভাষায় বলেন, “মোবাইল অপারেটরদের জন্য বিভিন্ন রকম সুবিধা থাকলেও তারা ইন্টারনেটের মূল্য হ্রাসে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। যদি তারা এখনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সরকার বাধ্য হবে সেবার মান, বকেয়া পাওনা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রত্যাহারের মতো কঠোর সিদ্ধান্ত নিতে।”
জনগণের জন্য স্বস্তির খবর হচ্ছে, আগামী ১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান) এবং আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফয়েজ আহমদ বলেন, “এই মূল্য হ্রাসের প্রভাব কিছু সময় পর গ্রাহক পর্যায়েও পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণকে মানসম্পন্ন ও কম মূল্যে ইন্টারনেট দিতে চাই। এজন্য অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে টেলিটকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে, প্রতিষ্ঠানটিকে বাঁচাতে সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এরই মধ্যে স্টারলিংক ছাড়াও আরও কিছু স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসায় আগ্রহ দেখিয়েছে।
বাজেট ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ফয়েজ আহমদ বলেন, “বড় বড় অর্থ বরাদ্দ নিয়ে মুখরোচক প্রকল্পের নামে অর্থ লুটপাটের সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে এসেছে।” খরচ কমাতে এবার বিশ্ব টেলিযোগাযোগ দিবসের অনুষ্ঠান ছোট পরিসরে বিটিআরসি ভবনেই আয়োজন করা হয়েছে।
এর আগে, ১৪ মে তারিখে গ্রামীণফোনের সারাদেশে প্রায় ৪০ মিনিটের নেটওয়ার্ক ব্ল্যাকআউট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “আমরা তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে।”
এই পরিস্থিতি ইঙ্গিত দেয়, সরকার শুধু ইন্টারনেটের দাম নয়, বরং সেবার মান ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতে আগের চেয়ে অনেক বেশি সক্রিয়।
সূত্র: এফএনএস