1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বাসের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ৪ জন হাসপাতালে ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার মিটফোর্ডের ঘটনা নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা কি না—সন্দেহ ফখরুলের অনিয়ম বন্ধে রিটার্নিং-প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে শহীদ পরিবার পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা সরাসরি ট্রেন চালু না হলে চরম মূল্য দিতে হবে, পাবনাবাসীর হুঁশিয়ারি ”যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে” কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত-ইউএনও নাজমুন নাহার

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৩ সময় দর্শন

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। আজ শনিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নারীরা ঘরের কাজে যে শ্রম দেয় তা জিডিপিতে হিসাবভুক্ত করা হয়। কারণ নারীরা যদি শ্রম না দিতো পুরুষরা বাইরে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতেন না। যে কারণে নারীর ঘরের কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন- ভবিষ্যতে আমাদের দেশেও নারীদের ঘরের কাজের অংশটুকু জিডিপি ভুক্ত করা হবে।

ওই নারী কর্মকর্তা বলেন, আল্লাহতালা নারীদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মান কি আমরা সমাজে নিশ্চিত করতে পারছি? পারছি না। তাহলে কিন্তু আমরা ব্যর্থ। যত বড় বড় উন্নয়নের কথাই আমরা বলিনা কেন। যতক্ষণ পর্য়ন্ত না আমরা সমাজের প্রতিটা স্তরে নারীর নিরাপত্তা ও মূল্যায়ন না দিতে পারবো,ততক্ষণ পর্যন্ত নারীর অধিকার ,সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা হবে না।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সরকারি ভাঙ্গুড়া ইউয়িন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমাযুন আহমেদ মুন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host