1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা সরাসরি ট্রেন চালু না হলে চরম মূল্য দিতে হবে, পাবনাবাসীর হুঁশিয়ারি ”যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে” কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা আকিজ বেকারস নেবে সিনিয়র অফিসার সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন ২৮-২৯ জুলাই পুনঃনির্ধারণ মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫ সময় দর্শন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করার বিষয়ে আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা সম্মতি দিয়েছেন জানিয়ে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সংস্থাটিকে দুই ভাগে ভাগ করতে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটি সংশোধনের জন্য সুপারিশ করা হবে। এ সুপারিশ করবে সরকারের গঠিত ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। 

আজ সকালে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উক্ত উপদেষ্টা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন। গত ২৯ জুন পাঁচজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত এই কমিটির তিনি প্রধান।সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এনবিআরকে ভাগ করে যে দুটি বিভাগ করা হয়েছে সেই দুটি বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের জন্য নীতিমালা করা, কোন ধরনের যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাকে এই দুই বিভাগে নিয়োগ করা হবে তা নির্ধারণ করার সুপারিশ করা হবে। তবে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের যে দাবি, শুধু তাদের দুটি ক্যাডারের (শুল্ক ও আয়কর) কর্মকর্তাদের নিয়োগ করা, সেটি রাখা হবে না; আবার এখানে যাতে প্রশাসন ক্যাডারের খবরদারি না থাকে সেটিও নিশ্চিত করা হবে।’

ফাওজুল কবির খান বলেন, কমিটি আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিশন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের  সঙ্গে পাঁচটি বৈঠক করেছে। এখন কমিটি মাঠ পর্যায়ে আয়কর ও শুল্ক-ভ্যাট কার্যক্রম পরিদর্শন করবে। কমিটি দেখবে যে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের আগের মাসগুলোতে কী ধরনের রাজস্ব সংগ্রহ হয়েছে আর এখন কী ধরনের রাজস্ব সংগ্রহ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কমিটির সঙ্গে আলোচনায় আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা এনবিআরকে দুই ভাগ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে তারা দাবি করেছেন যে এই দুই বিভাগে শুধু তাদের ক্যাডার থেকে নিয়োগ করতে হবে। আর ব্যবসায়ীরা কমিটিকে জানিয়েছে যে এনবিআরের কর্মকর্তাদের এই আন্দোলনে পরিপ্রেক্ষিতে তারা অর্থনৈতিক ও ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা এখনও এনবিআরের শুল্ক-ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। সর্বোপরি ব্যবসায়ীরা সরকারের সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।’

উপদেষ্টা বলেন, ‘কমিটির বিশ্লেষণে উঠে এসেছে, জাতীয় রাজস্ব বোর্ডে যে আন্দোলন হলো, তার সমস্যার সূত্রপাত বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারদের দ্বন্দ্ব। পরে আমরা চিন্তা করলাম যে এটা তো আগে থেকেই ছিল, তাহলে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশের পরে সেটি কেন হলো?’

তিনি আরো বলেন, ‘তখন আমরা দেখেছি যে এই অধ্যাদেশের মৌলিক কিছু ত্রুটি রয়েছে। এটি প্রণয়নে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। যেমন সচিব হবেন কে, সেক্ষেত্রে বলা হয়েছে—উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে সচিব করা যাবে। আবার অধ্যাদেশের ৭-এর ৩ ধারায় বলা হয়েছে, রাজস্ব আহরণ-সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সেখানে বলা হয়নি কোন ধরনের রাজস্ব। সেটি কি ভূমি রাজস্ব? পাসপোর্টের রাজস্ব? আমরা এই অস্পষ্টতাগুলো দূর করার পরামর্শ দেবো।’

ফাওজুল কবির খান বলেন, ‘কমিটি অধ্যাদেশের ত্রুটি সংশোধনের পরামর্শ দেবে, তবে এনবিআর থাকবে না। কারণ এনবিআর শুনলেই মানুষ একটু হাসি দেয়। এনবিআর না থাকাই ভালো।’

তিনি বলেন, ‘আমাদের কমিটি মনে করে, আয়কর ও শুল্ক-ভ্যাট এই দুই ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে নতুন বিভাগ গঠন করা গ্রহণযোগ্য হবে না। আবার প্রশাসন ক্যাডারের খবরদারিও গ্রহণযোগ্য হবে না। কমিটি দ্রুতই এই দুই বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা কারা হবেন, তার একটি নীতিমালা করার সুপারিশ করবে। সেই নীতিমালার আলোকে এখানে নিয়োগ হবে।’

উপদেষ্টা বলেন, ‘আমরা এখনও খবর পাচ্ছি যে এনবিআর কর্মকর্তারা কাজকর্মে ‘গো স্লো’ পদ্ধতিতে এগোচ্ছেন। সেটি দেখতে আমরা মাঠ পর্যায়ে যাব। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অর্থনীতির ক্ষতি করেছে, রাজস্ব আহরণকে ব্যাহত করেছে।’

এ সময় তিনি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ‘আন্দোলনকারীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। আন্দোলনের নামে সরকারবিরোধী অবস্থান নেওয়া হয়েছে।’ এই রিপোর্টটির বিষয় খতিয়ে দেখার জন্য অর্থ বিভাগ থেকে সুপারিশ করা হবে বলে জানান তিনি।

ফাওজুল কবির খান আরও বলেন, ‘এনবিআরের কর্মকর্তারা সরকারের আস্থায় নেই। কারণ তারা অকল্পনীয় কাজ করেছেন। চট্টগ্রাম বন্দরের মতন প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, রাজস্ব সংগ্রহ ব্যাহত হয়েছে। এখন তাদের রাজস্ব সংগ্রহ বাড়ানো, কনটেইনার জট কমানো ইত্যাদি কাজের মাধ্যমে সরকারের আস্থা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের বলেছেন যে কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ব্যবস্থা নিতে কেন সরকার এত দেরি করল। সরকার গণতান্ত্রিক পন্থায় এগুতে চায়। যে কারণে সরকার অপরিসীম ধৈর্য ধারণ করেছে।’

এনবিআরের কর্মকর্তাদের অভয় দেওয়ার মতো কোন বার্তা দেবেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির বলেন, ‘তাদের অভয় দেওয়ার কিছু নাই। তারা শিশু না।’

বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশ মন্দার মুখে পড়তে পারে—এই কমিটি সেরকম কিছু মনে করে কি না, এক সাংবাদিক জানতে চাইলে জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এ ধরনের রিপোর্ট হয় আসলে পুরনো কিছু তথ্যের ভিত্তিতে। সেই সময় বাংলাদেশ পার করে এসেছে।’

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host