সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘনকুয়াশার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে: প্রাইভেটকারচালক সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫), আয়ান (৭)। অপর নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলছে।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকার উনিশ মাইল অংশে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্র: এফএনএস