পাবনা মেডিকেল কলেজের শিক্ষক সমিতি গঠিত হয়েছে। ডা. মো: আখতারুল আলম আজাদকে সভাপতি, ডা. সিরাজুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক এবং ডা. খো: মেহেদী ইবনে মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার সকালে কলেজের সম্মেলন কক্ষে সকল শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু মোহাম্মদ সাফিকুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন,সার্জারী বিভাগের প্রধান ডা. গৌতম কুমার, নাক,কাল,গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা.আহমেদ তাউস, শিশু বিভাগের প্রধান ডা. পরিমল কুমার, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামিয়া নাজ, সহযোগী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা, ডা. মাসউদুর রহমান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. আখতারুল আলম আজাদ।