তাড়াশ থেকে আব্দুস সালাম:
সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠিদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সম্মনিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরনে অসুস্থ, রোগাকান্ত ও ছোট বাছুর ১১০জন সুবিধাভোগীর জন্য আনায় উত্তেজিত হয়ে পড়ে তারা ও স্থানীয়রা। এতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ উপস্থিত হয়ে বিতরন অনুষ্ঠান স্থগিত করে চলে যান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারী হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাড়াশ উপজেলায় সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠিদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সম্মনিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১০জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। এ সময় উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারী হাসপাতালের কর্মকর্তাদের নানা অনিয়ম ও রোগাকান্ত ও ছোট বাছুর বিতরনের জন্য আনায় উপস্থিত লোকজন সংসদ সদস্যর কাছে অভিযোগ করেন। পরে তিনি ঘটনার সত্যতা পেয়ে বিতরন অনুষ্ঠান স্থগিত করে চলে যান।
সুবিধাভোগী অচর্না রানী, সুভাষ চন্দ্র, নিতাই চন্দ্রসহ অনেকেই জানান, রোগাকান্ত ও ছোট হাড্ডিসার বাছুর নিয়ে এসে আমাদেরকে বিতরন করতে চেয়েছিল। এসব রোগাকান্ত ও ছোট বাছুর না নিয়ে এমপি মহোদয়কে অবগত করা হয়। পরে বাছুরগুলো ফেরত পাঠানোর জন্য তিনি নিদের্শ দিয়েছেন।
তাড়াশ উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারী হাসপাতালের অফিসার ডা: মো: অলিউল ইসলাম জানান, উপজেলায় সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠিদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সম্মনিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টার প্রাই কাজ পায়। তারাই মুলত রোগাকান্ত ও ছোট বাছুর সরবরাহ করেন। পরে এমপি মহোদয়ের নির্দেশে বিতরন স্থগিত করা হয়েছে।