ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন,হাজী বেলাল হোসেন,আজিজুল হক,আশরাফ আলী,বেবী খাতুন। এরা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আশরাফ আলীর মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।
গ্রামবাসী জানায়,শুক্রবার জুমআ নামাজের সময় কমিটি মসজিদ উন্নয়নের লক্ষ্যে চাঁদা আদায়ের কথা বললে ওই গ্রামের ইউপি সদস্য সাহেব আলী তাতে বাধা দেন। ফলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইউপি সদস্য সাহেব আলী তার লোকজন নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও তার পরিবারের সদস্যদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলায় ডাঙ্গাপাড়া মোড়ে আজিজল হকের দোকানে ভাঙচুর ও কয়েকজনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
এ সময় নারীসহ আহত হন চারজন। এই ঘটনার পর পরই ইউপি সদস্য সাহেব আলী হাজী বেলাল গংদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলে নিজেকে আহত দাবি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে যান। কিন্তু তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন না পাওয়ায় চিকিৎসক তাকে ফিরিয়ে দেন বলে জানা যায়।
অষ্টমণিষা ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা তোলা নিয়ে প্রথমে গন্ডগোলের সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম বলেন, ইউপি সদস্য সাহেব আলী কর্তৃক হামলার ঘটনায় মসজিদের সভাপতি আজিজল হক,তার পিতা হাজী বেলাল ও এক নারীসহ তাদের পরিবারে আরো দু’জন আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট বিট অফিসার ইউপি সদস্য সাহেব আলীকে গ্রেফতারের জন্য এলাকায় তৎপর রয়েছেন।।