পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে পড়ে শিমরান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এদুর্ঘটনা ঘটে।
নিহত শিমরান ওই গ্রামের সোহেল রানার ছেলে। শিশু শিমরানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা তাকে বাড়ির মধ্যে উঠানে রেখে রান্না করছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে শিশু শিমরান উঠান থেকে বের হয়। এক পর্যায়ে সে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। দুপুরে পুকুরের পানিতে শিশুটির দেহ ভেসে ওঠে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আমিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা যায়।