ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা,র্যালি ও তিনদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়। রোববার বীর মুক্তিযোদ্ধা এম.হোসেন আলী অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।
এর আগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’-এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ।
এ সময় জনপ্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়ামে তিনদিন ব্যাপি স্থানীয় সরকার মেলায় দশটি সুসজ্জিত স্টলে সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রমের তথ্য উপাথ্য প্রদর্শণ করা হয়। এই মেলা চলবে ১৯ সেটেম্বর পর্যন্ত।