1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

লটারির নামে প্রতারণা, আটক ১০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৭৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রের মূল হোতাসহ ১০জনকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ৬টি এলইডি মনিটর, ৬টি গ্যাসের চুলা, ১টি রাইচ কুকার, ৬টি ব্লেন্ডার, ৫টি স্পীকার, ৭টি স্কুল ব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড জব্দ করা হয়।

রোববার (২৮ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ও চক্রের মূল হোতা সোহাগ আলী (২৫), চক্রের সদস্য রানা হামিদ (২২), মিলন হোসেন (২৮), হাসান আলী (২৬), রাসেল রানা (২৪), জনি হোসেন (২২), শ্রী সুমন (৩৬), চারঘাট থানার লক্ষীপুর গ্রামের ফারুক হোসেন (১৯), ডাকলা পাগলা পাড়া গ্রামের সাখাওয়াত হোসেন শান্ত (২০), গার্ড পাড়া গ্রামের শাকিল হোসেন (২৭)। এছাড়াও দুইজন পলাতক রয়েছেন। তারা হলো, ঢাকা গুলশানের খাইরুল ইসলাম (২৬), ও ঢাকা কোনাবাড়ি রেজাউল করিম (২৫)।

পুলিশ জানায়, প্রতারক চক্রের মূল হোতা সোহাগ আলী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা-উপজেলার গ্রাম অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে আকর্ষণীয় পুরস্কার দেবার প্রলোভন দেখিয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে (মাহিয়া ইলেকট্রনিক্স) নামক লটারির টিকিট বিক্রি করতো। গত রোববার রাতে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া গ্রামে কয়েকজন ব্যক্তি লটারির টিকিট বিক্রি করছিল। এমন তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ৬টি এলইডি মনিটর, ৬টি গ্যাসের চুলা, ১টি রাইচ কুকার, ৬টি ব্লেন্ডার, ৫টি স্পীকার, ৭টি স্কুল ব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, প্রথমে দুই শত টাকা দিয়ে লটারি কার্ডটি কিনতে হবে। তারপর লটারিতে থাকা স্ক্র্যাচ কার্ড ঘষলেই পণ্যের নাম ভেসে উঠবে। এই পণ্যে নিয়ে লাগবে ৬ হাজার ৫০০ টাকা।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host