অনলাইন ডেস্কঃ
আইফোন কিনতে লক্ষাধিক টাকা জমিয়েছিলেন পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত এক চিকিৎসক। তবে সেই টাকা কিডনি রোগে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য দিয়েছেন।
পিরোজপুর শহরের শিকারপুর সড়ক এলাকার এ বাসিন্দা ওই চিকিৎসকের নাম সাকিল সরোয়ার। অনলাইনে খবর পেয়ে সবুজ মিয়া নামে এক কিডনি রোগের চিকিৎসায় এগিয়ে এসেছেন তিনি।
সাকিল সরোয়ার বলেন, ‘সবুজের বিষয়টি জানতে পেরে যোগাযোগ করি। অসুস্থ স্বামীর জন্য সবুজের স্ত্রী কিডনি দিতে রাজি হলেও শ্বশুর পক্ষের লোকজন বাধা দেয়। ফলে তখন থেমে যায় কিডনি দেওয়া। এরপর এগিয়ে আসেন সবুজের মা। তখন বড় সমস্যা হয় টাকার।’
সাকিল আরও বলেন, ‘সবুজের সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে ১১ হাজার টাকা লাগে। বিষয়টি জেনে সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করে এবং ছয় মাস ধরে আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা তার হাতে তুলে দেই।’
এ ছাড়া এক প্রবাসী সবুজ মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন তাকে এক লাখ টাকা দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সবুজ মিয়ার কিডনির অপারেশনের কথা রয়েছে।