উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ২১ দিন ধরে করোনার সঙ্গে লড়াই করে অবশেষে জয়ী হলেন সাংবাদিক এ আর জাহাঙ্গীর। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহললার বাসিন্দা উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা হিসেবে কর্মরত। চলতি জুলাই মাসের ১ম সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তিনি তার নিজ বাড়ির আইসোলেশনে ছিলেন। মাঝে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সর্বশেষ (দ্বিতীয় দফা) তার নমুনা পরীকষার ফলাফল শুক্রবার দুপুরে স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফলে সাংবাদিক এ আর জাহাঙ্গীরের করোনা নেগেটিভ এসেছে। সাংবাদিক জাহাঙ্গীর শুক্রবার বিকেলে গণমাধ্যম কর্মীদেরকে জানান, করোনা চিকিৎসাধীন অবস্থায় যেসব সহৃদয়বান মানুষ তার শরীর ও পরিবারের খোজ খবর নিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,করোনা কালে অসুবিধায় নিপতিত সাংবাদিক হিসাবে এ আর জাহাঙ্গীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ফরমে আবেদন করলে তিনি ৩ লক্ষ টাকার অনুদান পাবেন বলে জানাগেছে।