লাল সবুজের জার্সি পড়ে ব্যাড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সাকিব ভক্ত চর্তৃথ শ্রেনীর ছাত্র মহসিন খান। ছক্কা নাকি চার হাকাবেন এই কিশোর ব্যাড হাতে পোচ নিচ্ছেন। চারিদিকে নেট দিয়ে ঘেরা প্রতিদিন প্রশিক্ষণ গ্রহন করছেন বাবা আকাই খানের কাছ থেকে। তার ¯^প্ন ভবিষতে সাকিব আল হাসানের মত সেরা ক্রিকেটার হবে।
সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেটে ফিরে আসায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরন করেন আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া এলাকার সাকিব ভক্ত কিশোর ক্রিকেট প্রেমিকরা। তারা আনন্দে ফুসে ওঠে স্বাগত জানান সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানের ভক্ত ক্রিকেট প্রেমিক চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মহসিন খান। পিতা-আকাই খান। পেশা একজন কৃষক। মাতা-মোছা: সনিয়া খাতুন। পেশা-গৃহিনী।
গতকাল বৃহষ্পতিবার (২৯ অক্টোর) বিকেলে কড়ইতলা ড.রফিকুল ইসলামের জমির উপর আয়োজিত আনন্দ উল্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাই খান। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনিসুর রহমান পাঞ্জাব, বিশিষ্ট সমাজ সেবক মোল্লা খান। সায়িদ, আসিফ, সিরাজুল ইসলাম,মিরাজুল, তুষার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আকাই খান বলেন, আমি দুই বছর ধরে ছোট ছোট কিশোরদের নিয়ে একটি ক্রিকেট ট্রেনিং সেন্টার খুলেছি। এখানে প্রতিদিন ২০/৩০জন ছেলেদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়।আমার ছেলে মহসিন সাকিব ভক্ত। ছেলের স্বপ্ন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মত একজন ভালো ক্রিকেটার হবে।
কিশোর মহসিন বলেন, ছোট থেকে আমি সাকিব আল হাসানের খেলা পছন্দ করি। সাকিব আল হাসান আবার ক্রিকেটে ফিরে আসার আমার বন্ধুরা সবাই আনান্দিত আমিও খুব খুশি হয়েছি। আমার স্বপ্ন ভবিষৎতে সাকিব আল হাসানের মত একজন সেরা ক্রিকেটার হতে চাই।