বর্তমান অন্তর্বর্তী সরকার ও তার অধীনে ঘোষিত নির্বাচনের বৈধতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে দিয়েছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তাঁর মতে, সেনা সমর্থিত উপদেষ্টা সরকার নিজেই অবৈধ, আর তাই এই সরকারের অধীনে নির্বাচনও সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেন ফরহাদ মজহার। এতে তিনি ২০২৪ সালে সংঘটিত গণ-অভ্যুত্থান এবং ২০২৫ সালের জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন।
ফরহাদ মজহারের ভাষায়, জনগণের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম শুরু হলেও, পুরোনো ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও সংবিধান অক্ষুণ্ণ রেখে বর্তমান সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে—যার মাধ্যমে গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হলে পুরানা সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নিতে হতো। অথচ এখানে পুরনো ফ্যাসিস্ট সংবিধানেই শপথ নিয়ে উপদেষ্টা সরকার গঠিত হয়েছে, যা পুরোপুরি অবৈধ।”
এই প্রেক্ষাপটে ৫ আগস্ট ঘোষিত তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, এ ঘোষণার কোনও রাজনৈতিক বা আইনগত ভিত্তি নেই, কারণ এই সরকার নিজেই সংবিধান-বহির্ভূত। তাঁর মতে, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সার্বভৌম গাঠনিক ক্ষমতা প্রকাশ পেয়েছে, সেটিই একমাত্র বৈধ ক্ষমতা।”
ভূরাজনৈতিক প্রেক্ষাপটের উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক প্রভাব—বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা—অস্বীকার করার উপায় নেই। জেফরি স্যাকসের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৮ আগস্টই পরিষ্কার হয়ে গেছে, এটি একটি ‘রেজিম চেঞ্জ’-এর ফল।
এমন পরিস্থিতিতে ফরহাদ মজহার একমাত্র সমাধান হিসেবে দেখেন সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, “নতুন গঠনতন্ত্র ছাড়া কোনো রাজনৈতিক দল বা নির্বাচনই বৈধ নয়। শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আওতায় নিবন্ধিত দলগুলোর অস্তিত্বই অবৈধ।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. ইউনূস যদি পুরনো ক্ষমতাকাঠামোকে টিকিয়ে রেখে সমঝোতার পথ খোঁজেন, তবে তা তাঁকে ভবিষ্যতে বিপদের মুখেই ঠেলে দেবে। “এস আলমসহ লুটেরা শ্রেণির সঙ্গে সমঝোতা করেই তিনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও তাঁকে রক্ষা করতে পারবে না,”— বলেন ফরহাদ মজহার।
শেষাংশে তিনি ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “শেখ হাসিনার সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই। নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না।”
সূত্র: এফএনএস।