চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, “পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। প্রশ্নফাঁসের ঝুঁকি যেসব উৎস থেকে ছিল, সেগুলো আগেই চিহ্নিত করে বন্ধ করা হয়েছে। তাই এবারের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। তাই এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো নিয়ে সতর্ক করে শিক্ষা উপদেষ্টা বলেন, “যাচাই-বাছাই না করে কেউ যদি প্রশ্নফাঁস সংক্রান্ত তথ্য ছড়ায়, তবে তার দায় তাকে নিজেকেই নিতে হবে। বিষয়টি শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”
তিনি আরও উল্লেখ করেন, “প্রশ্নফাঁসের তথ্য যদি কারও কাছে আসে, তাহলে তা সামাজিক মাধ্যমে না ছড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করাই নাগরিক দায়িত্ব। যাচাই ছাড়া এমন তথ্য ছড়ানো দণ্ডনীয় অপরাধ।”
সকাল ১০টায় দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এ বছর প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
এছাড়া সামাজিক মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে বিশেষ সতর্ক অবস্থানে।
সূত্র: এফএনএস