“জগতের আলো” (নুরজাহান) -এর নিজের জীবনের আলোক প্রদীপই নিভে যাচ্ছে! আত্মীয়-পরিজনহীন অশীতিপর নুরজাহান বেগম চেয়েচিন্তে সহায় সম্বলহীন জীবন যাপন করছেন ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেল স্টেশন সংলগ্ন রেললাইনের পূর্ব-দক্ষিণ পাশের ভাড়া ঘরে!
কোটরহীন চক্ষু নির্গত অশ্রু কালি হয়ে হৃদয়ে লিখে যায় হাজার অসমাপ্ত গল্প…