বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দীনের মা ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার(১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা ২০দিকে দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামে বার্ধ্যক জনিত কারণে উন্তোকাল করেছেন। মৃতকালে তাঁর বষস হয়েছিল ১১৫ বছর। রবিবারে সকাল ১০টার দিকে মাগুড়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
মৃতকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃতুতে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহাবুব আলম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,‘আমার অত্যন্ত প্রিয়ভাজন স্নেহাস্পদ প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন ( প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি) এর আম্মা ও আমার শ্রদ্ধেয় বুবু সন্ধায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
জানা গেছে, জীবিতকালে সম্পুর্ন ধার্মিক ও পরহেজগারি জীবন যাপন করেছেন। বয়োজ্যেষ্ঠ নারী হিসাবে তিনি গ্রামের সর্বজনের শ্রদ্ধার পাত্র ছিলেন। জীবদ্দশায় তিনি পরোপকার,দরিদ্র মানুষের আর্থিক সহায়তা ও অসুস্থ নারীদের সেবা করে গেছেন।
মহান আল্লাহ এই মহীয়সী নারাীকে জান্নাতুল ফেরদৌস দান করুন।