1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান প্রশাসনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, বললেন মন্ত্রিপরিষদ সচিব জকসুতে নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের আইসিসিকে চিঠি দিচ্ছে সরকার, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল সিরাজগঞ্জে ইজিবাইকচালক হত্যার রায়, তিন আসামির আমৃত্যু কারাদণ্ড কেন কবরে খেজুরের ডাল দেয়া হয়? যা বলছে ইসলাম রেমিট্যান্স পাঠানোর দিনই নগদায়ন করতে হবে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ-আইন উপদেষ্টার পোস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে রায়েরবাজার কবরস্থানে ৮ অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্ত

ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সদস্য মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রগুলোতে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন দায়িত্ব পালন করবেন। জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ থেকে ১৮ জন সদস্য থাকবে।

এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার-ভিডিপির সংখ্যা সাড়ে ৫ লাখ, সশস্ত্রবাহিনী ৯০ হাজার, এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডও নিরাপত্তা নিশ্চয়তায় নিয়োজিত থাকবে।

এছাড়া ভোট তফসিল ঘোষণার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করার পরপরই একজন প্রার্থী গুলিবিদ্ধ হন এবং দু’টি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন অফিসে নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন, ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, ভোট প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host