filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Hdr;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 107.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
“নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার”- এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার। এতে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি,উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল,উপকারভোগী রফিকুল ইসলাম, ওয়ারেস আলী প্রমুখ।