বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের (বিজেডব্লিঊটি) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে-এর সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আজ বৃহস্পতিবার এখানে বলেছেন, অন্তর্বর্তী সরকার পেশাদার সাংবাদিকদের সব ধরনের সুরক্ষা দিতে কাজ করছে।
তিনি বলেন, বিজেডব্লিউটি অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ইস্যুতে কোনো আপোস করা হবে না। যারা প্রকৃতপক্ষে ট্রাস্টের সহায়তার প্রাপ্য, তারাই সহায়তা পাবেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের মধ্যে বিজেডব্লিউটি’র কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান এবং ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ এসব কথা বলেন।রংপরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাংবাদিক নেতা মুহাম্মদ আবদুল্লাহ বলেন, স্বাধীন সাংবাদিকতায় আর কোনো বাধা তৈরি হচ্ছে না। ইতিমধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, “বিটিভিতে প্রচারিত সংবাদ সম্প্রচারে বেসরকারি টেলিভিশনের বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। এখন টিভি টকশোতে কে থাকবেন আর কে থাকবেন না, তা আর নির্ধারণ করে দেওয়া হয়না।”আবদুল্লাহ বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো.নাহিদ ইসলাম সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।বিজেডব্লিউটি ইতিমধ্যে পেশাদার সাংবাদিকদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। সাংবাদিকদের সন্তানদের বৃত্তি প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অসহায় ও সিনিয়র সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন।ফ্যাসিবাদের সময়ে যারা সাংবাদিকতাকে কলুষিত করেছে এবং সাংবাদিক সমাজকে অপমান করেছে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২৪ জনের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক।
বাসস