লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় পাটগ্রামের আলাদিনগর রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আজিজা রহমান (৪৫), মকবুল হোসেন (৬২), মোবারক আলী (৬০) ও আব্দুল ওহাব (৬২)। নিহতদের বাড়ি ওই আলাউদ্দিন নগর এলাকা বলে জানা গেছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটার দিকে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশন এর অভিমুখে রওনা দেয়। এদের মাঝে আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে নিকটে ট্রেনটি গেলে রেল লাইনে বসে থেকে লুডু খেলার সময় ইঞ্জিন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় লোকজন জানায়, আলাদিনগর রেলস্টেশনের নিকটে কিছু ব্যক্তি ধান শুকানো পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই কাজ করে। এদের পাশে কিছু ব্যক্তি বসে লুডু খেলছিল। এমন সময় ট্রেনটি এসে হুইশেল দিলেও তারা না শোনার কারণে ঘটনাস্থলে ইঞ্জিনের ধাক্কায় নিহত হন। তবে প্রত্যক্ষদর্শী অনেকে জানান, চারজন ব্যক্তির অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুর জামান।
মানবজমিন