ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে ইলিশ মাছ শিকার করার অপরাধে দুইজন মৎস্যজীবীকে ১বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শরীফুল ইসলাম (১৫) নামে অপর এক মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বাড়ী উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই দুই মৎস্যজীবীকে জেল দেন।
দণ্ডপ্রাপ্ত মৎস্যজীবীরা হলো উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া গ্রামের আবদুল হালিম (২৮) ও কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আকাশ মন্ডল (২৮)।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ৩ মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর সাতবাড়ীয়া পয়েন্টে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ নাজিরগঞ্জ নৌ-পুলিশ ক্যাম্পের এস,আই সাইদুর রহমানের সহযোগিতায় নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৩ মৎস্যজীবীকে গ্রেপ্তার করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ওই শরীফুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেন এবং আবদুল হালিম ও আকাশ মন্ডল নামে ওই দুই মৎস্যজীবীকে ১বছর করে দণ্ড দেন।
এফএনএস