পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, গত ৫ আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। একটি চিহ্নিত গোষ্ঠী সবকিছুকে কুক্ষিগত করে রেখেছিল। এখন সময় এসেছে সব কিছু ঢেলে সাজানোর। তাই বর্তমান প্রজন্মের পালস বুঝে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষের দ্বারাই ভালো জাতি গঠন করা সম্ভব। এসময় তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে সবাইকে দায়িত্ব পালন করার আহবান জানান।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম,কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রুমানা আক্তার রোমি, ওসি শফিকুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ আব্দুল্লাহ।
আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন রাজু,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু প্রমুখ।
বক্তারা বলেন,জুলাইয়ের গণআন্দোলনে দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করেছে। তখনও বর্তমান ইউএনও এবং এসিল্যান্ড ভাঙ্গুড়ায় কর্মরত ছিলেন। তারা সবাই যোগ্য উল্লেখ করে বলেন, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের দক্ষতা,যোগ্যতা ও নিরপেক্ষতার কারণে বিএনপি,জামাত ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আইন-শৃংখলা রক্ষায় প্রশাসনকে পুর্ণসহযোগিতা প্রদান করেন। ভাঙ্গুড়া থানায় নব যোগদানকৃত ওসি শফিকুল ইসলামের কর্ম কান্ডের প্রতিও তারা সন্তোষ প্রকাশ করেন। ফলে ভবিষ্যতেও সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে ভাঙ্গুড়া বড়াল বেইলি ব্রিজের খাচা অপসরণ করে সেখানে ডালাই ব্রিজ নির্মান,ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক দ্রুত পাকাকরণ এবং জীর্ণ সাবরেজিষ্ট্রি ভবন ভেঙ্গে ফেলে সেখানেই নতুন ভবনের দাবি তুললে তাকে সমর্থন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এডভোকেট মজিবর রহমান,আব্দুল মতিন রাজু,নূর মুজাহিদ স্বপন,আব্দুল আজিজ,জাফর ইকবাল হিরোক,রফিকুল ইসলাম প্রমুখ বিএনপি নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী,পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুল কাহহার বাবর,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব,সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল,প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।