‘জন্ম-মৃত্য নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমীয়া আক্তার রোজী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম,জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগর, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মাহবুব উল আলম,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।