1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

‘বিরোধী দলহীন’ মাঠে নুরই প্রতিপক্ষ! অপহরণ, চুরি, ব্যালট ছিনতাই, উসকানিদাতার পর এবার ধর্ষণে সহযোগিতার দুই মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সরস আলোচনা আছে—মারধরের মাধ্যমেই নুরুল হক নুরকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলা হয়েছে। আর বর্তমান সময়ে রাজনীতির মাঠে বিরোধী দল বলতে কার্যত কেউ না থাকায় নুরের কার্যক্রমকেই ক্ষমতাসীনরা বিরোধী তৎপরতা হিসেবে বিবেচনায় নিয়ে তাঁকে নিবৃত্ত করতে উঠেপড়ে লেগেছে।

 

ছাত্র অধিকার আদায়কে পুঁজি করে তরুণদের মাঝে জনপ্রিয়তা পান নুরুল হক নুর। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ছাত্রলীগের হাতে দফায় দফায় লাঞ্ছিত ও হামলার শিকার হন। দীর্ঘ ২৮ বছর পর গত বছর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর জনপ্রিয়তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি পরাজিত করেন ছাত্রলীগের সভাপতিকে।

 

গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুতে ভিপি নুরের মেয়াদ শেষ। তিনি এবার মনোযোগ দিয়েছেন নতুন রাজনৈতিক দল গড়ায়। ছাত্র, যুব ও শ্রমিক অধিকার আদায় ও জাতীয় ইস্যুতে বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যও দিচ্ছেন। দল গড়ার অংশ হিসেবে শ্রমিক, যুবক, ছাত্র ও প্রবাসীদের নিয়ে পৃথক পৃথক অধিকার পরিষদ গড়ে তুলেছেন। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানে এ বছরের মধ্যেই নতুন দল ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছেন।

 

তবে এই আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে নুরের এগিয়ে যাওয়ার পথে বাদ সেধেছে নতুন নতুন মামলা। এখন তাঁর ঘাড়ে ঝুলছে ছয়টি মামলা। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাঁকে ধর্ষণের ঘটনায় করা মামলায় নুরকে সহায়তার আসামি করেন। এরপর ওই রাতেই পুলিশ তাঁকে দুবার আটক করে ছেড়ে দেয়। ওই ছাত্রী গতকাল মঙ্গলবার অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল আইনে নুরসহ কোটা আন্দোলনের ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। নুরের বিরুদ্ধে আগের মামলাগুলো হয়েছে ডাকসুর নির্বাচনে ব্যালট ছিনতাই, মোবাইল চুরি, মানহানি ও ধর্মীয় উসকানি দিয়ে আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাতে গুজব ছড়ানোর অভিযোগে। এসব ঘটনায় নুরের সংগঠনের অভিযোগ জনপ্রিয়তায় ভীত হয়ে বিশেষ শক্তির ইঙ্গিতে তার ভাবমূর্তিতে কালিমা লেপনের উদ্দেশ্যে এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তবে এমনও বলা হচ্ছে, এসব করে নুরের জনপ্রিয়তাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর শক্তি কতখানি তার বিশ্লেষণও চলছে।

 

সংশ্লিষ্ট সূত্র বলছে, নুররা কোটা সংস্কার চেয়ে তুমুল আন্দোলন গড়ে তোলায় পিছু হটে সরকার। দাবি মেনে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা প্রথা উঠে গেছে। পাশাপাশি নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন মানতে বাধ্য হয় সরকার, যাতে সমর্থন জুগিয়ে গেছেন নুর। তরুণদের নিয়ে নুরের রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে তাই অনেকের মনে কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা বলছেন, ক্ষমতার রাজনীতিতে বিএনপি বড় দল হলেও হামলা-মামলায় এখন পর্যুদস্ত। প্রকাশ্য কর্মসূচিতে নেই তারা। তবে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তরুণদের নিয়ে কর্মসূচি পালন করেছেন নুর। তরুণদের সংগঠিত করে বড় আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। ঢাকা-১৮ ও ৫ আসনে উপনির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। বিরোধী দলহীন রাজনীতির মাঠে তাই মনোযোগ কেড়ে নিচ্ছেন নুর।

 

বিশ্লেষকরা বলছেন, নুরুল হক নুর ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের একাধিপত্য খর্ব হয়েছিল। শিক্ষার্থীদের যাঁরা ছাত্রলীগে যুক্ত ছিলেন না তাঁদের অনেকেই নুরের সঙ্গে যোগ দেন। বিভিন্ন ঘটনায় জোরালো মত ব্যক্ত করায় আর রাজনৈতিক প্রতিপক্ষ না থাকায় ভিপি নুর হয়ে ওঠেন ছাত্রলীগের প্রতিপক্ষ।

 

ছাত্রলীগের কয়েকজন নেতা নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা গুরুত্বপূর্ণ না হলেও ছাত্রলীগের দফায় দফায় হামলা ও মিডিয়ার সামনে এনে গুরুত্বপূর্ণ বানানো হয়েছে। যতবার মার খেয়েছেন ততবারই ‘হিরো’ হয়েছেন নুর। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ২৫টি আসনের মধ্যে ২৩টিতে জিতলেও ভিপি পদে নুরকে হারাতে পারেনি। তাঁরা বলেন, ‘মারধরের মাধ্যমে নুরকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করা হয়েছে। এখন হামলা-মামলা করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন তরুণদের একটি অংশকে নেতৃত্ব দেওয়া ছাড়া তেমন বড় কোনো অর্জন নেই নুরের। ডাকসু ভিপি নির্বাচিত হলেও সে সক্রিয় ভূমিকা পালন করতে ব্যর্থ হয়।’

 

নুর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা খর্ব হওয়ায় ছাত্রলীগ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তরুণদের সংগঠিত করায় ক্ষিপ্ত হয়েছে। ছাত্র আন্দোলনকে সরকার ভয় পাওয়ায় মামলা ও হামলা দিয়ে দমিয়ে রাখতে চাইছে। তবে ছাত্রদের দমিয়ে রাখা সম্ভব নয়, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে সরকার পিছু হটেছে।’ নুর জানান, ভিপি হওয়ার পর ঢাকা ও ঢাকার বাইরে মিলে আটবার এবং ভিপি হওয়ার আগে তিনবার তিনি হামলার শিকার হন। প্রতিটি হামলার পেছনে নেতৃত্ব দিয়েছে ক্ষমতাসীন ছাত্রলীগ। কোনোটিরই বিচার হয়নি।

 

নুরের বিরুদ্ধে যত মামলা : ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রোকেয়া হলের ব্যালট ছিনতাই ও প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে নুর ও প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অধিকার খর্ব হওয়ার ১১ মার্চ নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

 

এরপর ১০ ডিসেম্বর নুরের বিরুদ্ধে ছাত্রলীগ মনোনীত প্যানেলে স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে নির্বাচিত ভিপি মোজাহিদ কামাল মামলা করেন। এক আত্মীয়কে টেন্ডার পাইয়ে দিতে মুঠোফোনে এক ব্যক্তির সঙ্গে নুরের কথোপকথনের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যের অভিযোগ তোলা হয়।

 

২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার শিকার হয় নুরুল হক নুর। ওই সময় ভিপি নুরের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মানিব্যাগ ছিনতাই ও মোবাইল ফোন চুরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলা করে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাবেক সহসভাপতি ডি এম সাব্বির হোসাইন।

 

২৮ ডিসেম্বর ধর্মীয় উসকানি ও অপ্রচারের অভিযোগে ডিজিটাল সিকিউরিটিজ আইনে নুরের বিরুদ্ধে মামলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে ধানমণ্ডি থানায় এই মামলা করেন জগন্নাথ হলের শিক্ষার্থী অর্ণব হোড়।

 

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নুরকেও আসামি করা হয়।

 

নুরুল হক নুর বলেন, ‘প্রতিটি মামলা ভিত্তিহীন। এসব মামলা পলিটিক্যাল মটিভেটেড। আমাদের নিয়ে একটি মত তৈরি হয়েছে, কিন্তু সেই মত দমানো ও কোণঠাসার চেষ্টা করা হচ্ছে। আমরা কারো শত্রু নই। কিন্তু আওয়ামী লীগ আমাদের কোণঠাসা করার চেষ্টা করছে। তারা টাকার অফার দিয়েছে, কেনার চেষ্টা করেছে; কিন্তু ব্যর্থ হওয়ায় হামলা-মামলার মাধ্যমে দমানোর চেষ্টা করছে।’ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ক্ষমতাসীন দল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে নুরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, ‘সাবেক ভিপি নুরুল হক নুর বাংলাদেশের রাজনীতিতে কোনো ঘটনা-ই না। কিছু মানুষ নিজের গায়ে আগুন দিয়ে অন্যকে দোষারোপ করে, নুরের অবস্থাও তাই-ই। তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কোনো বিষয় নেই। বরং সে বিদেশি এজেন্টদের পক্ষ হয়ে কথা বলছে। বিদেশি ষড়যন্ত্রকারীদের পক্ষে নানা কথা বলছে। বাচ্চা ছেলে তো, রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। যা ইচ্ছা তা-ই বলছে। এখন তো ভিপিগিরি নেই, দু-বছর পর তাকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

 

#DDN/মাহবুব-উল-আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host