মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
চাটমোহর হান্ডিয়াল স্পোটিং ক্লাবের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইল খেলায় মহেশরৌহালী ফুটবল একাদশ হান্ডিয়াল স্পোটিং কেলাবকে টাইফ্রিকারে ৫-৬ গোলে হান্ডিয়াল স্পোটিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার গৌবর অর্জন করেন।
গত ১৫ নভেম্ভর বিকালে হান্ডিয়াল উপজেলা পরিষদ মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল এমে সামাদ টেকনিক্যাল কলেজের প্রভাষক মোঃ হেলাল হোসাইন। এসময় উপস্থিত বিশেষ ছিলেন হামকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিন খান,বিশিষ্ট ক্রীড়াবিদ উজ্জাল মাস্টার। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন এরশাদ হোসেন, তার সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও আকাশ। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলো ড্র হলে রেফারির সিদ্ধান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা সভাপতিত্ব করেন হান্ডিয়াল স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ রনি হোসেন , পরিচালনায় ছিলেন সোবাহান মিয়া, সার্বিক তত্তাবধানে ছিলেন হান্ডিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মোঃ রনি হোসেন। খেলায় প্রচুর দর্শকে সমাগন হয়েছিল। মহেশরৌহালী স্পোর্টিং কেলাবের সর্বচ্ছো ভাল খেলা দেখিয়েছে বিশিষ্ট ফুল বল খেলোয়ার মোঃ তোফাইল ইসলামের ছেলে মোঃ রনি হোসাইন
এছাড়া আরও সুনাম আর্জন করেছেন গোল কিপার মোঃ মামুন হোসাইন টাইফ্রিকারে একটি গোল ঠেকিয়ে দিয়ে। এছাড়া আরও অন্য অন্য খেলোয়ারা ভাল খেলেছে,যেমন মোঃ আব্দুল্লা,আলেপ,রাজিব,মনি,প্রিয়,কাওসার,আব্দুল্লা(২) মুনছুর,লিটন,রবিয়াল,এবং সার্বিক সহযোগিতা করেছিলেন অধিনায়ক মোঃ তোফাইল ইসলাম।