চলমান গণধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামী দলের আলেমরা।
দেশে বিরাজমান এ মহামারী থেকে রক্ষা পেতে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সম্মিলিত ইসলামী দলসমূহের নেতারা এ আহবান জানান।
মাওলানা আবু তাহের জিহাদী আলকাসেমীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক ড.মাওলানা খলিলুর রহমান মাদানী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনাসারী, জনসেবা আন্দালনের আমির মুফতি মাওলানা ফখরুল ইসলাম, শর্ষীণার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কামরুল হাসান শাহীন, মুফতি হাফেজ নুরুল আমীন, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।
মাওলানা জাফরুল্লাহ খান বলেন, সরকার প্রধান নারী নারী হয়ে যদি নারীর মর্যাদা না বোঝেন তাহলে এ দুঃখ রাখার জায়গা নাই। আমরা সরকারকে বলব, অনতিলম্বে ইসলামী আইন প্রণয়ণ করে ইসলামী আইনে নারী নির্যাতনের এবং ধর্ষণের বিচার করুন। তাহলে ইনশাল্লাহ চিরদিনের জন্য এদেশ থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যাবে। ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, খুন, গুম, নারী নির্যাতন, নারীরা প্রতি সহিংসতার আজ মহোৎসব শুরু হয়েছে। চারদিকে নারী নির্যাতনের যে মহামারী শুরু হয়েছে তার প্রতিবাদে আজ সারাদেশ উত্তাল হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে নারীদের প্রতি অবিচার চলতে থাকবে, নারীর প্রতি সহিংসতা চলতে থাকবে, মা বোনদের উপর অমানবিক পৈশাচিক নির্যাতন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, মারকায, দরবার ছেড়ে যেভাবে রাজপথে নেমেছেন এ হিংস্রতা ও পাশবিকতা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।
এ সময় ১০ দাবিতে ২৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় মতবিনিময় সভায় দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।