সরকারি মেডিক্যাল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁস চক্রের মাস্টারমাইন্ড আবদুস সালামকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড আদেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার দশ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি সালামের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এদিকে, গত সোমবার রাজধানীর রামপুরা এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেপ্তার করে।