নিজস্ব প্রতিবেদক /
মুজিববর্ষ উপলক্ষে ‘বিশেষ উদ্যোগে’ সারাদেশে ৩৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষা ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। এসব একাডেমিক ভবন উদ্বোধনের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবনির্মিত ভবনের মধ্যে হাইস্কুল ১০০টি, কলেজ ১০০টি ও মাদ্রাসা ১০০টি এবং কারিগরি শিক্ষা কলেজ ৩৫টি। ইইডির কর্মকর্তারা জানিয়েছেন, কোন প্রতিষ্ঠান চার-পাঁচতলা, কোনটিতে একতলা বা দু’তলাকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গত দশ মাসে এগার দফা পদোন্নতি দেয়া হয়েছে। আগের প্রশাসনের ঝুঁলিয়ে রাখা পদোন্নতিও এবার দেয়া হয়েছে। এর মধ্যে দুইজন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি ও একজনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া ৩০ জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান, দশজন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি, একজনকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি, ৩২ জনকে উচ্চমান সহকারী পদে পদোন্নতি, ১২৪ জন সহকারী প্রকৌশলীর (সিভিল) পদে জেষ্ঠ্যতা প্রদান, নয়জন সহকারী প্রকৌশলীর (বিদ্যুৎ) চাকরি স্থায়ীকরণ, ১১ জন ১৬ গ্রেডের কর্মচারীর স্থায়ীকরণ, ২০ গ্রেডের ১৭ জন কর্মচারীর খসড়া জেষ্ঠ্যতার তালিকা প্রণয়ন, ৭৭ জন সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ প্রদান এবং ‘ইইডির কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১’ প্রণয়ন করা হয়েছে। এই বিধিমালার গেজেটও ইতোমধ্যে জারি করা হয়েছে।