1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গোদাগাড়ীর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক সাত আসামি গ্রেপ্তার শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হওয়ায় মামলার স্বচ্ছতা বাড়বে: প্রসিকিউটর হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে: আইন উপদেষ্টা গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ‘বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে’: মির্জা ফখরুল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা আজ শুরু হচ্ছে ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল ভারতে গ্রেফতার! আবরার ফাহাদের দেখানো পথে এনসিপি রাজনীতি করছে : নাহিদ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধানের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা

সরকারিকৃত কলেজের নন-এমপিও শিক্ষকদের বেতন প্রদানের নির্দেশ:দীর্ঘদিন সম্মানি বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৯০ সময় দর্শন

ষ্টাফ রিপোর্টার :
দেশের সরকারিকৃত কলেজগুলোর নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিন বেতন বন্ধ রাখার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের ৬ মাসের বেতন প্রদানের নির্দেশ দিয়েছে। উপসচিব মো: মঈনুল হাসান স্বাক্ষরিত (০৯/০৬/২০২১) এই আদেশে বলা হয়েছে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশন ফি আদায় করা যাচ্ছেনা। এ অবস্থায় শিক্ষকদের আর্থিক সংকট দূরীকরণে ছয় মাসের বেতন দিতে বলা হয়েছে। এ আদেশ থেকে পরিস্কার হয় যে,আর্থিক সামর্থ থাকা কলেজের নন-এমপিও শিক্ষকদের বেতন বন্ধ রাখার পেছনে কোনো যৌক্তিকতা নেই। বরং বেতন বন্ধ রাখা অযৌক্তিক প্রমাণিত হয়েছে।

নন-এমপিও শিক্ষকরা জানান,অধ্যক্ষরা দীর্ঘদিন বেতন না দেওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকারিকৃত কলেজের এসব শিক্ষকদের বেতন বন্ধের কোনো নির্দেশ সরকার না দিলেও অধ্যক্ষরা তাদের বেতন/সম্মানি বন্ধ করে দেন। ফলে শিক্ষকরা মারাত্মক অর্থ সংকটে পড়েন। অবশেষে শিক্ষকরা মাউশির ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ২০২০ সালের জুন হতে নভেম্বর পর্যন্ত ছয় মানের মুল বেতন প্রদানের নির্দেশনা প্রদান করে।

শিক্ষকরা জানান, তারা প্রায় তিন বছর ধরে কলেজ থেকে কোনো বেতন পাননা। যেহেতু সরকারি পরিপত্রে এসব কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট উপজেলার ইউএনও’র যৌথ স্বাক্ষরে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার নির্দেশ রয়েছে সেজন্য বেতনের জন্য তারা ওই দু’জনের কাছে মাসের পর মাস ধর্না দিয়েছেন। অথচ তারা শিক্ষকদের আবেদন-নিবেদনে কোনো সাড়া দেননি।

এছাড়া এ আদেশে আরো পরিস্কার হয়েছে যে, যতদিন টিউশন মানি আদায় হয়েছে ততদিন শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত সঠিক হয়নি। তাই তারা দাবি করেন যে,যেসব কলেজ তহবিলে অর্থ সংকট নেই সেখানে বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বর্তমানেও এই ধারা অব্যাহত রাখা হোক। তদনুসারে আত্তীকরণ শেষে পরিশোধিত অর্থ সমন্বয় করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host