উপমহাদেশে করোনা মহামারীর সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু। ভারতে এই সংখ্যা দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শ্মশানে আগুন নিভছেই না, কবরস্থান গুলো ব্যস্ত। এই ভয়ানক পরিস্থিতিতে শাহরুখ খান ভারত ছাড়তে যাচ্ছেন।
নিজেদের সুরক্ষার জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার মুম্বাই ছাড়ছেন। তবে গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তাদের পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে সুহানা খান। বুধবার (২১ এপ্রিল) রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে মুম্বাই ছাড়লেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা।
এদিকে, রাজ্য সরকার গুলোর লকডাউন ঘোষণা করতেই ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুরসহ অনেকে। এরই মধ্যে প্রথম সারির অনেক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে করোনার কারণে মুম্বাই ছেড়েছেন।