গত তিন দিন ধরে এই লকডাউনে “বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” এর উদ্যোগে রাস্তায় চলমান মানুষের মাঝে এবং টমটম ও রিক্সা চালকদের নিকট খাদ্য বিতরণ কর্মসুচি চলছে।
“বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” এর সভাপতি জনাব সাকিল আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধূরীর উদ্যোগে চাউল ৫কেজি, ডাউল ২কেজি, বুট ২কেজি, তৈল ১কেজি, চিনি ২কেজি, সেমাই ১কেজি ও খেজুর আধাকেজি করে একটি প্যাকেট অসহায়দের মাঝে বিতরণ করা হয় এতে সব কেন্দ্রীয় নেত্রীবৃন্দই সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন।
“বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” এর নেতাকর্মি বৃন্দ জনিয়েছেন তাদের এই উদ্যোগ চলমান থাকবে যাহা গুলশান থানা, বনানী থানা, বাড্ডা থানা, বাড়াবা থানা খিলখেত থানা ও উত্তরা থানা এর বিভিন্ন মোড়ে তা বিতরণ করা হয় ও হবে। কেন্দ্রীয় নেতা-নেত্রীবৃন্দ ধনী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই মহামারী-দূর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।