করোনা ভাইরাসের টিকা নিলেন ঢালিউড সুপাস্টার শাকিব খান। সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন এ অভিনেতা। টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছি।’
সোমবার সকালে পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলেন কিন্তু টানা শুটিং থাকায় পারেননি। শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তাই ঢাকা ফিরেই টিকা নিয়েছেন তিনি।
ওয়াজেদ আলী সুমন পরিচারিত ‘অন্তরাত্মা’ সিনেমার চিত্রায়ণ করছিলেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী সরকার। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
‘অন্তরাত্মা’ ছাড়াও শিগগিরই ‘লিডার’ নামে আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা রয়েছে শাকিবের; তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।