অনলাইন ডেস্ক: চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে স্বাগতিকরা।
ক্রিজে আছেন ব্যাটিংয়ের অন্যতম ভরসা সাকিব আল হাসান। অন্য প্রান্তে তার সঙ্গী লিটন দাশ।
প্রথম দিন শেষে বাংলাদেশের পুঁজি ২৪২ রান, উইকেট চলে গেছে পাঁচটি। বাকি পাঁচ উইকেট, যার বেশিরভাগই মূলত বোলার, তাদের নিয়ে কতদূর এগোতে পারবে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।
ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য যত কমে রাখা যায়। তবে সুনির্দিষ্ট একটি লক্ষ্যও আছে ক্যারিবীয়দের- সেটি হচ্ছে ৩০০ রানের কমে আটকে রাখা। বুধবার দিনের খেলা শেষে সফরকারীদের এমন লক্ষ্যের কথা জানিয়েছেন জোমেল ওয়ারিকান, যিনি ব্যাটিং-বান্ধব পিচে নিয়ন্ত্রিত বোলিংয়ে তুলে নিয়েছেন মুমিনুল, মুশফিক ও সাদমানের উইকেট।
ক্যারিয়ারের নবম টেস্ট খেলতে নামা এই বাঁহাতি স্পিনার যে তিনটি উইকেট শিকার করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকেরটিকে।