1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

শেখ পরিবার বাদ;পাল্টে গেল ৫৭ কলেজের নাম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩ সময় দর্শন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

সোমবার রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম পাল্টে যাওয়া ৫৭ কলেজ

‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’। একইভাবে ‘সরকারি মুজিব কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী’ হয়েছে ‘কোম্পানীগঞ্জ সরকারি কলেজ’। রাজধানীর ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা’ এখন ‘পল্লবী সরকারি কলেজ’ নামে পরিচিত হবে। ‘জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর’ নামটি পরিবর্তিত হয়ে হয়েছে ‘কালিয়াকৈর সরকারি কলেজ’।

‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ’ হয়েছে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ এবং ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, গোপালগঞ্জ’ হয়েছে ‘গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজ’। ‘সরকারি শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ’ এখন থেকে পরিচিত হবে ‘কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ’ নামে। ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ’ এর পরিবর্তিত নাম ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’।

‘সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, ডাসার, মাদারীপুর’ হয়েছে ‘ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়’। ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা, খুলনা’ এর নতুন নাম ‘রূপসা সরকারি কলেজ’। ‘সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল’ হয়েছে ‘সখিপুর সরকারি কলেজ’ এবং ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইল’ হয়েছে ‘টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ’।

‘সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া’ এর নাম হয়েছে ‘সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ’। ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, নওগাঁ’ এখন থেকে ‘বদলগাছী সরকারি কলেজ’ নামে পরিচিত হবে। ‘মানিকাচর সরকারি বঙ্গবন্ধু কলেজ, কুমিল্লা’ হয়েছে ‘মানিকাচর সরকারি কলেজ’। ‘কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, চাঁদপুর’ হয়েছে ‘কচুয়া সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ’ হয়েছে ‘ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ’।

‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া’ হয়েছে ‘দৌলতপুর সরকারি মহিলা কলেজ’। ‘সরকারি শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মহেশপুর, ঝিনাইদহ’ হয়েছে ‘পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ’। ‘জাতির জনক শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ’ হয়েছে ‘শমসেরনগর সরকারি কলেজ’। ‘সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ, শৈলকূপা’ হয়েছে ‘ভাটইবাজার সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, বাগেরহাট’ হয়েছে ‘ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়’।

‘চিতলমারী সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ’ হয়েছে ‘চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজ’। ‘সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ, মোংলা’ হয়েছে ‘মোংলা সরকারি মহিলা কলেজ’ এবং ‘সরকারি শেখ হেলাল উদ্দীন কলেজ, ফকিরহাট’ হয়েছে ‘ফকিরহাট সরকারি কলেজ’। এছাড়া ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, শ্রীপুর, মাগুরা’ হয়েছে ‘শ্রীপুর সরকারি কলেজ’।

‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, শার্শা, যশোর’ হয়েছে ‘শার্শা সরকারি মহিলা কলেজ’। ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর’ হয়েছে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ’ এখন ‘শ্রীপুর সরকারি কলেজ’ নামে পরিচিত। ‘সরকারি শেখ রাসেল ডিগ্রি কলেজ, কোটালীপাড়া’ হয়েছে ‘কলাবাড়ী সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘সরকারি শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়, কোটালীপাড়া’ হয়েছে ‘ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ’।

‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, মিরপুর, ঢাকা’ এখন ‘মিরপুর সরকারি মহিলা কলেজ’। ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, বোয়ালমারী, ফরিদপুর’ হয়েছে ‘খরসূতি সরকারি কলেজ’। ‘সরকারি শেখ রাসেল ডিগ্রি মহাবিদ্যালয়, রাজৈর, মাদারীপুর’ হয়েছে ‘লুন্দি সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়’। ‘ছিলারচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ’ হয়েছে ‘ছিলারচর সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ, পাংশা’ হয়েছে ‘সরিষা সরকারি কলেজ’।

‘বি. কে নগর সরকারি বঙ্গবন্ধু কলেজ, জাজিরা, শরীয়তপুর’ হয়েছে ‘বড় কৃষ্ণনগর সরকারি কলেজ’। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়, নাজিরপুর’ এখন ‘নাজিরপুর সরকারি মহিলা কলেজ’। ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজ, আগৈলঝাড়া’ হয়েছে ‘আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ’। ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়ি’ হয়েছে ‘সরিষাবাড়ি সরকারি কলেজ’ এবং ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, মেলান্দহ’ এখন ‘ঝাউগড়া সরকারি কলেজ’।

‘সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, তারাকান্দা’ হয়েছে ‘তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘সরকারি বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, ফুলবাড়িয়া’ এখন ‘ফুলবাড়িয়া সরকারি মহিলা মহাবিদ্যালয়’। ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ, রাণীশংকৈল’ হয়েছে ‘নেকমরদ সরকারি কলেজ’ এবং ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, ফুলবাড়ি, দিনাজপুর’ হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’।

‘শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, জলঢাকা, নীলফামারী’ হয়েছে ‘শিমুলবাড়ী সরকারি ডিগ্রি কলেজ’ এবং ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নীলফামারী’ এখন ‘ঝুনাগাছ চাপানী সরকারি মহিলা মহাবিদ্যালয়’। ‘খালাশপীর বঙ্গবন্ধু সরকারি কলেজ, পীরগঞ্জ, রংপুর’ হয়েছে ‘খালাশপীর সরকারি কলেজ’। সবশেষ ‘আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ, জয়পুরহাট’ এর নতুন নাম ‘সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ’।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো এখন থেকে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাগত নথিপত্রে নতুন নাম ব্যবহার করবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোকেও এ নির্দেশ দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্রসহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: আমার সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host