সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় মেয়রের উদ্যোগে প্রাথমিক প্রধান শিক্ষকদের একযোগে ভ্যাকসিন গ্রহন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ মার্চ, ২০২১

ভাঙ্গুড়া প্রতিনিধি: আজ সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একযোগে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন গ্রহন করেন। এ কর্মসূচীর উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। এ সময় স্বাস্থ্য প্রশাসক ডা: হালিমা খানম,প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা ও ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ উপজেলার অন্যান্য প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১৫ মার্চ) সকাল দশটায় শিক্ষকগণ সমবেত হয়ে যাতে সবাই ভ্যাকসিন গ্রহন করতে পারেন মেয়র গোলাম হাসনাইন রাসেল তার উদ্যোগ গ্রহন করেন।

মেয়র রাসেল বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বে বিশ্ব আক্রান্ত মহামারী করোনার ভয়াল থাবা থেকে বাঙ্গালী জাতিকে সুরক্ষিত রাখতে প্রতিরোধক ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের মাধ্যমে ঐতিহাসিক অবদান রাখায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ভাঙ্গুড়া উপজেলার সকল প্রধান শিক্ষক একযোগে কোভিড প্ররোধক ভ্যাকসিন গ্রহন করতে আগ্রহ প্রকাশ করায় তিনি এই উদ্যোগ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম মেয়রের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে

ডিডিএন নিউজকে জানান,ভাঙ্গুড়া উপজেলায় প্রধম ধাপে চার হাজার ডোজের ভ্যাকসিন পাওয়া গিয়েছিল। সোমবার মেয়রের উদ্যোগে প্রধান শিক্ষকগণকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আরো চারশ ডোজ পুশের কাজ শুরু করা হয়েছে।