শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা, নিহত ৬

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মার্চ, ২০২১

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৬ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

১৯৮৮ সালে সামরিক বাহিনীর গুলিতে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্রোহ শুরু হয়। ওই ছাত্রের মৃত্যুবার্ষিকী পালন করতে বিভিন্ন সংস্থার কর্মীরা একত্রিত হয়েছিলেন।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালায় বিক্ষোভে অংশ নেয়া লোকজনের ওপর গুলি ছোড়ে পুলিশ। এতে তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দুই প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন।

মিয়ানমারের কেন্দ্রীয় পিয়ায় শহরে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরও দু’জন নিহত হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেয়ার জন্য আসা অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল পুলিশ। পরে অবশ্যই অ্যাম্বুলেন্স আসার অনুমতি দেয়া হয়। তবে ততক্ষণে আহত একজনের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এর মধ্যেও মিয়ানমারে মৃত্যুর মিছিল থামছে না।

দেশটিতে গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। তারপর থেকেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অপরদিকে বিক্ষোভ হঠাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় শুক্রবার রাতে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিভিবি নিউজ জানিয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া লোকজনের মুক্তির দাবিতে থারকেতা পুলিশ স্টেশনে লোকজন জড়ো হলে পুলিশ বিক্ষোভের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

থাকেতা পৌরসভায় শনিবার ভোর হওয়ার আগেই পুলিশের অভিযানে দু’জন নিহত হয়েছে। অপরদিকে হ্লেইং পৌরসভায় একজনের মাথায় গুলি লাগে। গুলিতে আহত হওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছে।

শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন আটক হয়েছেন বা তাদের মারধর করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী। এই অভিযোগ এনেই বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সু চিসহ তার দলের কয়েকজন নেতাকে আটক করা হয়।