সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মুজিব বর্ষে বাংলাদেশের তরুণরা পাচ্ছে Government Job Portal

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ মার্চ, ২০২১

দেশে শিক্ষিত বেকার যুবকদের চাকরির জন্য নানা দফতরে আবেদন করতে চরম ভোগান্তিও পোহাতে হয়। শিক্ষিত যুবকদের যাতে দ্বারে দ্বারে ঘুরতে না হয় তার জন্য তৈরি করা হচ্ছে গবর্নমেন্ট জব পোর্টাল। তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি দীর্ঘদিন ধরেই কাজ করছে। কিভাবে শিক্ষিত বেকার যুবকদের চাকরির জন্য একটি স্বতন্ত্র পোর্টাল তৈরি করা যায়। তথ্যপ্রযুক্তি বিভাগ এমন একটি পোর্টাল তৈরি করতে সক্ষম হয়েছে। যা মুজিববর্ষকে কেন্দ্র করে সবার জন্য খুলে দেয়া হবে। দেশে কি পরিমাণ চাকরি প্রার্থী রয়েছেন তার একটি তালিকা থাকবে ওই পোর্টালে। চাকরি প্রার্থীদের তালিকা এই পোর্টালে থাকলে সহজেই সরকারের নজরে আসবে। এখান থেকেই শিক্ষিত যুবকদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর ২১ বছর এ দেশকে উল্টো দিকে চালানো হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নতির শিখরে অগ্রসর হচ্ছে। এখন কোন শিক্ষার্থীকে আর টাকার জন্য পড়ালেখা বন্ধ করতে হয় না। শিক্ষার্থীদের ভাল ফলাফলের দিকে মনোনিবেশ না করে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি। #mujib100 #মুজিববর্ষ #GovernmentJobPortal #ThankYouPM।