রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সুজানগরে বিভিন্ন কর্মসূচিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ মার্চ, ২০২১

সুজানগর(পাবনা)প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপল¶ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পাবনার সুজানগরে উপজেলা প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপল¶ে উপজেলা চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লে·ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের শ্রদ্ধাঞ্জলী ও উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ,ডেপুটি কমান্ডার আব্দুল হাই, কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লে·ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।