শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

টানা ছয়দিন মৃত্যু নেই ছয় বিভাগে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

দেশে গত টানা ছয়দিনে ঢাকা-চট্টগ্রাম ছাড়া অবশিষ্ট ছয়টি বিভাগে করোনাভাইরাসে একজনেরও মৃত্যু হয়নি।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ জন ও চট্টগ্রাম বিভাগে ১৯ জনসহ মোট ৪৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দুজন ও চট্টগ্রামে তিনজন।

২৬ ফেব্রুয়ারি মৃত ১১ জনের মধ্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে চারজন। এছাড়া ২৭ ফেব্রুয়ারি মৃত পাঁচজনের মধ্যে ঢাকায় চারজন এবং চট্টগ্রামে একজন এবং ২৮ ফেব্রুয়ারি মৃত আটজনের মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে তিনজন মারা যায়।

১ মার্চ মৃত মোট আটজনের মধ্যে ঢাকায় চারজন ও চট্টগ্রামে চারজন এবং ২ মার্চ মৃত সাতজনের মধ্যে ঢাকায় তিনজন ও চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন ।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।