শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় জাতীয় বীমা দিবস উদযাপিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মার্চ, ২০২১

পহলা মার্চ জাতীয় বীমা দিবস ২০২১ মুজিব শতবর্ষে অঙ্গীকার বীমা হোক সবার বীমা দিবসে শপথ করি উন্নয়নের দেশ গড়ি, , এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১ টায় পহেলা মার্চ দেশব্যাপী জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা উদযাপন উপলক্ষে পাবনার ভাংগুড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন বীমা কোম্পানী যৌথ উদ্যোগে উদযাপিত হয়েছে। জাতীয় বীমা দিবসে করোনা মেকাবেলায় সামাজিক দুরত্ব ও সরকারি নীতিমালা বজায় রেখে এ জাতীয় দিবসটি উদযাপন করা হয়। এদিন পহেলা মার্চ সকাল সাড়ে ৯টায় সময় উপজেলা চত্বরে সকল বীমা কর্মীরা উপস্থিত হয়ে দিবসটি পালন করেন। ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এই বীমা দিবস অনুষ্ঠিত হয়।

 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি ও ভূমি মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাকিবিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ কাওছার হাবিব,সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, মোঃ আব্দুল আজিজ ব্রাঞ্চ ম্যানেজার, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিঃ,মোঃ মাসুদ রানা মানিক, পপুলার লাইফ ইন্সুরেন্স কোং লিঃ,অতিরিক্ত প্রকল্প পরিচালক ও ইন্চার্জ , ভাঙ্গুরা বাজার ব্রাঞ্চ, মোঃ আব্দুর রশিদ পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড, অতিরিক্ত প্রকল্প পরিচালক ময়দানদিঘী ব্রাঞ্চ, মোঃ আব্দুল মান্নান, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ভাংগুড়া বাজার ব্রাঞ্চ,মোহাম্মদ আব্দুল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার, জীবন বীমা কর্পোরেশন উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা কোম্পানির কর্মীবৃন্দ ।