রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নওগাঁ’র ঐতিহ্যবাহী এলাকা “খিরসীন” এ ভাষা সৈনিক ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আঞ্চলিক কবিদের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

আজ মহান অমর ২১ শে ফ্রেরুয়ারী। শহীদ দিবসে খিরসীন এস কে উচ্চ বিদ‍্যালয়ে ঐতিহ্যবাহী মঞ্চে ভাষা সৈনিকদের ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করা হয়।

তারপর সকাল ৯ টায় আঞ্চলিক কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করার সাথে আবৃত্তি ও করেন।

উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক স‍্যার মোরশেদ আলম তিনটি বইয়ের মোড়ক উন্মোচন কবেন। “প্রেমের মূর্ছনায়,” “স্রষ্টার প্রেমে মুক্তির ব‍্যাকুলতা” আলোর বিকাশ।

এই মহান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নওগাঁ জেলার পরিচ্ছন্ন রাজনিতীর প্রতিষ্ঠাতা, ভাষা আন্দলনের লড়াকু তরুন সৈনিক, নজিপুর ও ধামইর হাট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক, নওগাঁ আইন কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক আইন কলেজের অধ‍্যক্ষ, সাবেক ল’বাড়ের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক পিপি, এ‍্যাডভোকেট জনাব সুলতান মাহমুদ চৌধুরী স্থানিয় কবি গুলজার রহমান কে সন্মাননার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাই স্কুলের শিক্ষক মণ্ডলি ও খিরসীন সঃ প্রাঃ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষিকা আন্জুমান আরা। এলাকার গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ, ইস্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ ও তারা অনেকেই ভাষা আন্দোলনের কবিতা আবৃত্তি করেন ও পৃথক পৃথক বক্তব্য রাখেন