শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পাবনায় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নিহত পরিবার ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫’ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে এক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় নিহতের পরিবার বক্তব্যে বলেন, ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও তার সন্ত্রাসীবাহিনী দিয়ে আমিরুলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তারা এ ঘটনার হুকুমদাতা ও জড়িতদের ফাঁসির দাবি জানান এবং নিহতের পরিবারের উপর প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাই পুলিশ প্রসাশন নিকট অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা বুনেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাজ হোসেনের ছেলে।

এই ঘটনায় পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, এখনো পর্যন্ত কোন মামল দায়ের হয়নি,তবে মামলা প্রক্রিয়াধীন আছে।