শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে ঘাড়ের উপর সরিষার বস্তা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ ‘দিন আনে দিন খায়’ এমন এক পরিবারের সন্তান জহুরুল ইসলাম। সারাদিন হারভাঙ্গা খাটুনি করে যা উপার্জন করে তাই দিয়ে চলে তার সংসার। ভারী বোঝা মাথায় কিংবা ঘাড়ের উপর তুলে মহাজনের কাছে পৌঁছানো তার রোজকার কাজ।

আজ মঙ্গলবার ফরিদপুর হাটে তিনি কাজ করছিলেন। হঠাৎ সরিষার একটি ভারী বস্তা তার মাথা থেকে ফসকে পড়ে তারই ঘাড়ের উপর।  ফলে শ্রমিক জহুরুল ইসলাম(৩৬) এর মৃত্যু হয়। উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর ছেলে জহুরুল ইসলাম ফরিদপুর বাজারের মুক্তমঞ্চের কাছে প্রতি দিনের মত অন্যান্য শ্রমিকদের সাথে সরিষার বস্তা ট্রাকে উঠানোর সময় হঠাৎ করে বস্তা হাত থেকে ফসকে ঘাড়ের উপর পড়ে যায়।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহুরুল ইসলামের ২ মেয়ে রয়েছে।