শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

হিজাব পরিধানে বাধ্যবাধকতা প্রত্যাহার ইন্দোনেশিয়ার স্কুলে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ায় স্কুল ছাত্রীদের হিজাব পরিধানের বাধ্যবাধ্যকতা তুলে নিয়েছে দেশটির সরকার। এর আগে মুসলিম-অমুসলিম সব স্কুল ছাত্রীদের হিজাব পরিধান বাধ্যতামূলক ছিল।

গত বুধবার (০৩ ফেব্রুয়ারি) সরকারি এ ফরমান জারি করা হয়। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার পাদাংয়ের একটি স্কুলের খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রী নাদিয়েম মাকারিম বলেন, ‘ধর্মীয় পোশাক পরা মানুষের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। স্কুল কর্তৃপক্ষ তা বাধ্যতামূলক করতে পারে না।’

হিজাব পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছে কর্মীরা। তারা বলেন, দেশের বিভিন্ন প্রদেশের স্কুলগুলোতে মুসলিম-অমুসলিম ছাত্রীদের হিজাব পরিধান বাধ্য করা হয়।

জাকার্তার মানবাধিকার সংস্থার জ্যেষ্ঠ গবেষণাকর্মী অ্যান্ড্রিয়েস হারসোনো বলেন, ‘ইন্দোনেশিয়ার নারীদের অধিকার সংরক্ষণে এ সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে।’

পুরো বিশ্বে ইন্দোনেশিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ হিসেবে পরিচিত। অবশ্য দেশটি আনুষ্ঠানিকভাবে ছয়টি ধর্মকে স্বীকৃতি দিয়েছে।