শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

অনলাইন ডেস্ক: কলকাতায় শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২১। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে পাঁচ দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি জৈবপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম সচিব (প্রেস) ড. মো. মোফাকখারুল ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেওয়ার পরপর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তৈরি হচ্ছে। দুই দেশের মধ্যে যা কিছুই ঘটুক না কেন সংস্কৃতির মধ্যে কোনো বিভেদ করতে পারে না।

ব্রাত্য বসু বলেন, সমাজে উন্নয়নের জন্য শিল্প ও সাহিত্যের সঙ্গে রাজনীতি আনা ঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ তথা সারাবিশ্বে এক অনন্য সম্পদ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে গড়া। এ সম্পর্ক ছিন্ন হওয়ার নয়।

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ চলচ্চিত্র উৎসব আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনের নন্দন-১, ২ ও ৩-এর প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ উৎসবে বাংলাদেশের ৩২টি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। গতকাল উদ্বোধনী পর্বে ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।